ভৌত রাশি ও পরিমাপ

আমরা একটি ভৌত পরিমাণকে সংজ্ঞায়িত করি এটি কীভাবে পরিমাপ করা হয় তা উল্লেখ করে বা অন্যান্য পরিমাপ থেকে এটি কীভাবে গণনা করা হয় তা উল্লেখ করে। যেমন তোমার বাসা থেকে স্কুলের দূরত্ত কত মিটার, আর কত সময় লাগে তা আমরা পরিমাপ করতে পারি।

প্রাকৃতিক বস্তু, ঘটনা ইত্যাদি সম্পর্কে যা পরিমাপ করা যায় তাকেই ভৌত রাশি বলে। অর্থাৎ পরিমাপযোগ্য যেকোনো জিনিসকে আমরা রাশি বলতে পারি। যেমন দৈর্ঘ্য,প্রস্থ, ভর, আয়তন, ঘনত্ব এগুলো প্রত্যেকেই এক একটি রাশি কারণ এদেরকে পরিমাপ করা যায়।

ভৌত রাশি ও পরিমাপ

পদার্থ বিজ্ঞান

ভৌত বিজ্ঞানের যে শাখায় পদার্থ আর শক্তি এবং এ দুইয়ের মাঝে যে অন্তক্রিয়া (interaction) তাকে বোঝার চেষ্টা করে সেটাকে পদার্থ বিজ্ঞান বলে।

পর্যবেক্ষণ, পরীক্ষণ ও বিশ্রেষণের আলোকে বস্তু ও শক্তির রূপান্তর ও সম্পর্ক উদঘাটন এবং পরিমাণগতৃভ তা প্রকাশ করা হচ্ছে পদার্থবিজ্ঞানের মুল লক্ষ্য।

পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ

খ্রিষ্টপূর্ব ৬২৫ থেকে ২১২ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কে পদার্থবিজ্ঞানের প্রাচীনকাল বলা হয়।

পদার্থবিজ্ঞানের প্রাচীনকাল

পদার্থবিজ্ঞানের-ক্রমবিকাশ.webp
বিজ্ঞানী সময় আবিষ্কার
থেলিস

খ্রিষ্টপূর্ব ৬২৪-৫৬৯

প্রাচীন গ্রিক ও রােম সাম্রাজ্যে থেলিস সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যদ্বাণীর জন্য বিখ্যাত ছিলেন।

তিনি লােডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কেও জানতেন।

পিথাগােরাস খ্রিষ্টপূর্ব ৫২৭-৪৯৭ তিনি সবকিছুকেই গাণিতিক
সূত্রের সাহায্যে প্রকাশ করতে চেয়েছিলেন। তিনি আগুন, পানি, মাটি
ও বায়ু-এ চারটি মৌলের ধারণা দিয়েছিলেন।
ডেমােক্রিটাস খ্রিষ্টপূর্ব ৪৬০-৩৭০ পরমাণুর প্রাথমিক ধারণা দেন।
আর্কিমিডিস খ্রিষ্টপূর্ব ২৮৭-২১২

গ্রিক গণিতবিদ আর্কিমিডিস লিভারের নীতি ও তরলে নিমজ্জিত বস্তুর ওপর ক্রিয়াশীল উর্ধ্বমুখী বলের সূত্র আবিষ্কার করে ধাতুর ভেজাল নির্ণয় করতে সমর্থ হন।

তিনি গােলীয় দৰ্পণের সাহায্যে সূর্যরশ্মি থেকে আগুন ধরানোর নিয়ম জানতেন।

ইবনে আল হাইথাম ৯৬৫-১০৩৯ টলেমির মতবাদের বিরােধিতা করেন এবং মত প্রকাশ করেন যে, বস্তু থেকে আলাে আমাদের চোখে আসে বলেই আমরা কস্তুকে দেখতে পাই।
আল-মাসুদী ৮৯৬-৯৫৬ আল-মাসুদী প্রকৃতি ইতিহাস বিষয়ে
একটি এনসাইক্লোপিডিয়া লেখেন যেখানে উইন্ডমিল বা বায়ুকলের সম্পর্কে ধারণা আছে।

পদার্থ বিজ্ঞানের মধ্যযুগ

বিজ্ঞানী সময় আবিষ্কার
থেলিস

খ্রিষ্টপূর্ব ৬২৪-৫৬৯

প্রাচীন গ্রিক ও রােম সাম্রাজ্যে থেলিস সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যদ্বাণীর জন্য বিখ্যাত ছিলেন।

তিনি লােডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কেও জানতেন।

পিথাগােরাস খ্রিষ্টপূর্ব ৫২৭-৪৯৭ তিনি সবকিছুকেই গাণিতিক
সূত্রের সাহায্যে প্রকাশ করতে চেয়েছিলেন। তিনি আগুন, পানি, মাটি
ও বায়ু-এ চারটি মৌলের ধারণা দিয়েছিলেন।
ডেমােক্রিটাস খ্রিষ্টপূর্ব ৪৬০-৩৭০ পরমাণুর প্রাথমিক ধারণা দেন।
আর্কিমিডিস খ্রিষ্টপূর্ব ২৮৭-২১২

গ্রিক গণিতবিদ আর্কিমিডিস লিভারের নীতি ও তরলে নিমজ্জিত বস্তুর ওপর ক্রিয়াশীল উর্ধ্বমুখী বলের সূত্র আবিষ্কার করে ধাতুর ভেজাল নির্ণয় করতে সমর্থ হন।

তিনি গােলীয় দৰ্পণের সাহায্যে সূর্যরশ্মি থেকে আগুন ধরানোর নিয়ম জানতেন।

ইবনে আল হাইথাম ৯৬৫-১০৩৯ টলেমির মতবাদের বিরােধিতা করেন এবং মত প্রকাশ করেন যে, বস্তু থেকে আলাে আমাদের চোখে আসে বলেই আমরা কস্তুকে দেখতে পাই।
আল-মাসুদী ৮৯৬-৯৫৬ আল-মাসুদী প্রকৃতি ইতিহাস বিষয়ে
একটি এনসাইক্লোপিডিয়া লেখেন যেখানে উইন্ডমিল বা বায়ুকলের সম্পর্কে ধারণা আছে।