এস.এস.সি.
পদার্থবিজ্ঞান (Physics)
পদার্থ বিজ্ঞান অনলাইন ফ্রি গাইড, টিউটোরিয়াল ও কোর্স
এস এস সি পদার্থ বিজ্ঞান পরীক্ষার ধরণ ও মানবণ্টন-
২০২২ এর পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস এ হবে, যার মানবণ্টন নিম্নরূপ হবে-
সর্বমোট ৮টি CQ থাকবে, যার মদ্যে ৩টির উত্তর দিতে হবে, সময় থাকবে ১ ঘন্টা ৪০ মিনিট।
৩ x ১০ = ৩০
এই ৩০ নম্বরকে ৫০ নম্বরে রূপান্তর করা হবে।
MCQ প্রশ্নে ১৫ টির উত্তর দিতে হবে, এই ১৫ নম্বরকে ২৫ নম্বরে রূপান্তর করা হবে।
ব্যাবহারিক পরীক্ষা ২৫ নম্বরের হবে।
সাধারণত, পদার্থ বিজ্ঞান পরীক্ষা সর্বমোট ১০০ নম্বর এর হয়ে থাকে। যার মদ্যে সৃজনশীল প্রশ্ন ৫০ নম্বরের, নৈবিত্তিক (MCQ) ২৫ নম্বরের ও, ব্যাবহারিক ২৫ নম্বরের।
সংক্ষিপ্ত সিলেবাস
অধ্যায় ১,২,৩,৪,৫,৭,৮ ও ১১ থেকে প্রশ্ন থাকবে।
অধ্যায় | অধ্যায়ের নাম |
প্রথম | ভৌত রাশি ও পরিমাপ |
দ্বিতীয় | গতি |
তৃতীয় | বল |
চতুর্থ | কাজ, ক্ষমতা ও শক্তি |
পঞ্চম | পদার্থর অবস্থা ও চাপ |
ষষ্ঠ | বস্তুর উপর তাপের প্রভাব |
সপ্তম | তরঙ্গ ও শব্দ |
অষ্টম | আলোর প্রতিফলন |
নবম | আলোর প্রতিসরণ |
দশম | স্থির বিদ্যুৎ |
একাদশ | চল বিদ্যুৎ |
দ্বাদশ | তড়িতের চৌম্বক ক্রিয়া |
ত্রয়োদশ | আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স |
চতুর্দশ | জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান |